রাজশাহী মহানগর যুব মহিলালীগের নেত্রী পারভিন স্বপ্না জেলা সিএমএম বোয়ালিয়া থানা আদালতে মামলা করেন । তিনি নগরীর শিরোইল এলাকার হাফেজ মোঃ জা জাকিয়ার মেয়ে।
রবিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী কোর্টের অ্যাডভোকেট ইশমত আরা।
অন্যদিকে শেরপুরে জেলা যুব মহিলা লীগ আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী আজ দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫০০/৫০১ ধারায় মইনুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আগামী ২৯ নভেম্বর ব্যারিস্টার মঈনুলকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন শেরপুর সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ।
অপাদিকে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় যশোরে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে ৯ কোটি টাকার মানিহানির মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজু জামান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে এ মামলা করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের “একাত্তর জার্নাল” নামক একটি রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইনুল হোসেন। এতে আলোচক ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত সায়ন্ত।
অনুষ্ঠান চলাকালে মাসুদা ভাট্টির এক প্রশ্নের উত্তরে মইনুল হোসেন ক্ষুব্ধ হয়ে তাকে চরিত্রহীন বলেন ও তার সাথে তার সামাজিক মর্যাদা, শিক্ষা নিয়েও বাজে মন্তব্য করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে মইনুল হোসেনের বিরুদ্ধে নারী সাংবাদিককে অবমাননার অভিযোগ বেশ কয়েকটি মামলা হয়।